ছয় মাস পর বাড়ি ফিরলো ‘অপহৃত’ যুবক

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০১৭, ২২:৩১
অ- অ+

লক্ষ্মীপুরে অপহরণের ছয় মাস পর রকিবুল হাসান রকি নামের এক যুবককে ফেলে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

রবিবার ভোরে লক্ষ্মীপুর শহরের বাগবাড়ি এলাকায় চোখ বাঁধা অবস্থায় তাকে ফেলে যাওয়া হয়। পরে রিকশাযোগে বাড়ি পৌঁছান রকিবুল।

এসময় আনন্দে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজনরা।

রকিবুল পৌর শহরের শিল্প কলোনীর তোফায়েল আহম্মদের ছেলে।

জানা যায়, গত বছরের ৬ ডিসেম্বর রাতে শহরের আলত পাড়ায় ব্যাডমিন্টন খেলছিলেন রকি। খেলা শেষে তিনি একটি হোটেলে ঢুকে পানি পান করার সময় ৭/৮জন লোক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরের দিন রকির বাবা তোফায়েল আহম্মদ লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

অপহহৃত রকি জানান, অন্ধকার ঘরে হ্যান্ডকাফ পরে ও চোখ বেধে রাখা হতো তাকে। খাওয়া ও জরুরি কাজে হ্যান্ডকাফ খুলে দেওয়া হতো। কোথায় রাখা হয়েছে কিছু তিনি বলতে পারেননি। তবে কোনো রকম নির্যাতন বা জিজ্ঞাসাবাদ কিছু করেনি তারা।

রকির বাবা তোফায়েল আহম্মদ জানান, তার ছেলে কোনো রাজনীতির সাথে জড়িত নয়। তার পরও কেন তাকে অপহরণ করা হয়েছে তিনি এর বিচার চান।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, রকি নামের এক যুবক অপহরণের পর বাড়িতে এসেছে শুনেছি।

(ঢাকাটাইমস/১১জুন/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা