ভোলায় ৫৪ পুলিশ পুরস্কৃত

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০১৭, ১৮:২৩
অ- অ+

ভোলার সাত উপজেলায় দায়িত্বে পালনে বিশেষ অবদান রাখার জন্য ৫৪ জন পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইনে পুলিশ এর মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার মো. মোকতার হোসেন এ পুরস্কার তুলে দেন। এসময় পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু। তাই সর্বপ্রথম জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জঙ্গি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে চেকপোস্টের সংখ্যা বাড়াতে হবে।

এ সময় প্রত্যেক ইউনিয়ন ও উপজেলায় ওসি, এসআই-এর নেতৃত্বে জঙ্গি ও মাদকবিরোধী সভা করার নির্দেশ দেন পুলিশ সুপার।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফউদ্দিন শাহীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর) সাব্বির হোসেনসহ জেলার নয় থানার অফিসার্স ইনচার্জ।

অনুষ্ঠানে মাদকদ্রব্য উদ্ধারে ১০, গ্রেপ্তারি পরোয়ানা তামিলে ৭, মামলা নিষ্পত্তিকরণে ৪, বেস্ট অফিসার ইনচার্জ ৫, মোটরযান আইনে ১, সহ ২৭ জন পুলিশ সদস্যকে ভালো কাজের জন্য বিশেষভাবে পুরস্কার দেয়া হয়।

(ঢাকাটাইমস/১৩জুন/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে কারফিউ জারি
কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা