‘স্যামসাংয়ের বিনিয়োগ শিল্প খাতে নতুন যুগের সুচনা’

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০১৭, ১৯:০০| আপডেট : ১৫ জুন ২০১৭, ২১:০০
অ- অ+

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশের শিল্পখাতে স্যামসাংয়ের বিনিয়োগ দেশে এক নয়াযুগের দুয়ার উন্মোচন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, এটা তার এক নতুন দৃষ্টান্ত।

তিনি বলেন, বিশ্ববিখ্যাত স্যামসাংয়ের এই বিনিয়োগ বিশ্বের অন্যান্য কোম্পানিসমূহের ভবিষ্যতের বিনিয়োগকে উৎসাহিত করবে।

বৃহস্পতিবার বিকালে শিবপুরের কামারগাঁওয়ে স্যামসাং ইলেকট্রনিক্স এবং ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড’র যৌথ উদ্যোগে স্যামসাং ইলেকট্রনিক্সের ম্যানুফ্যাকচারিং প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

আমির হোসেন আমু বলেন, স্যামসাংয়ের ১শ মিলিয়ন ডলার বা ৮শ কোটি টাকার এই বিনিয়োগ বাংলাদেশে অন্যান্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। এই প্রকল্পে তিন হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।

প্রকল্পটিতে ৫ লাখ ইউনিট ফ্রিজ, আড়াই লাখ ইউনিট মাইক্রোওয়েব ওভেন, ১ লাখ ২০ হাজার ইউনিট এয়ারকন্ডিশনার, ২ লাখ ইউনিট টেলিভিশন এবং ৫০ হাজার ওয়াশিংমেশিন উৎপাদনের ক্ষমতা থাকবে।

তিনি বলেন, বাংলাদেশে এটাই প্রথম বৃহৎ ইলেকট্রনিক সামগ্রী উৎপাদনের বিদেশি বিনিয়োগ। এই প্লান্টের মাধ্যমে দেশের মানুষ সাশ্রয়ী মূল্যে এ সকল হোম অ্যাপ্লায়েন্স প্রাপ্তি নিশ্চিত করবে। শুধু তাই নয়, ভবিষ্যতে স্মার্টফোন, টেব, ল্যাপটপ এবং মাইক্রো চিফ জাতীয় ইলেকট্রনিক পণ্য উৎপাদন করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, দক্ষিণ কোরিয়ার টেকনোলজি জায়ান্ট স্যামসাংয়ের পণ্য তৈরির একটি কারখানার কার্যক্রম নরসিংদীতে শুরু হলো। এর মাধ্যমে বাংলাদেশের প্রকৌশল শিল্পের স্বীকৃতি মিলল। স্যামসাং ট্রান্সকম ও ফেয়ার ইলেকট্রোনিক্সের সঙ্গে যৌথভাবে চারটি গৃহস্থালি পণ্য উৎপাদন করবে। ফলে এসব পণ্যের দাম যেমন কমে যাবে, তেমনি আমদানি নির্ভরতাও কমবে।

অনুষ্ঠানের অন্যান্য বিশেষ অতিথিরা হলেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু, বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত অন স্যাং-ডু, মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশেকিন, স্যামসাং ইলেকট্রনিক্সের হেডকোয়ার্টারের বিজনেস গ্রুপ লিডার কু ইউন চই এবং স্যামস্যাং ইলেকট্রনিক্স, বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর স্যাংওয়ান ইউন।

স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন- মনোহরদী-বেলাব এমপি নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিবপুরের এমপি সিরাজুল ইসলাম মোল্লা এবং ফজিলাতুন্নেছা বাপ্পী এমপি এবং ফেয়ার গ্রুপের সিইও চু সু মুন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মন্জুর এলাহী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান ভূইয়া, জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী, সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫জুন/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবেন ট্রাম্প
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সুজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা