নাটোরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারী নিহত

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০১৭, ১৭:২৭
অ- অ+

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মঞ্জু হোসেন (২৫) নামে এক ট্রাক চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কে বন্দর সাত মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জু নওগাঁর রানীনগর উপজেলার করোজ গ্রামের আবুল কাশেমের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম জানান, ঈশ্বরদীর পাকশি থেকে ছেড়ে আসা নওগাঁগামী বালুবোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৫১) বগুড়াগামী অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে বালুবোঝাই ট্রাক চালকের সহকারী মঞ্জু যানটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়।

খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়িতে একটি মামলা করা হয়েছে।

ঢাকাটাইমস/১৬জুন/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রংপুর-৪ আসনে নির্বাচন করবেন এনসিপির আখতার হোসেন
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা