ধানমন্ডিতে ডিবি’র আট ভুয়া সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০১৭, ১০:৪৯| আপডেট : ১৭ জুন ২০১৭, ১১:৫১
অ- অ+

রাজধানীর ধানমন্ডি এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় আপাতত জানা যায়নি।

শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গাড়ি এবং বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শনিবার দুপুর ১২টায় র‌্যাবের গণমাধ্যম শাখায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

র‌্যাবের ধানমন্ডি জোনের কমান্ডার মেজর আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে বলেন, শুক্রবার দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, ঈদকে সামনে রেখে চক্রটি রাজধানীতে বিভিন্ন অপরাধ সংঘটিত করার পরিকল্পনা করছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে র‌্যাব।

(ঢাকাটাইমস/১৭জুন/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জনগণের সমস্যা সমাধানে পাশে থাকবে বিএনপি’
ডিপিএল: শেষ বলে পারটেক্সের এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয়
পানির উৎস ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের দাবি উপকূলবাসীর
সুন্দরবনের গহিনে আগুন জ্বলছে, পানি নেই, কাটা হচ্ছে ফায়ার লাইন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা