হারের বদলা চান ইমরান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ১০:০০| আপডেট : ১৮ জুন ২০১৭, ১০:০১
অ- অ+

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের হাতে পাকিস্তানের হারের পরে ক্ষোভে ফেটে পড়েছিলেন সাবেক পাক ক্রিকেটার ইমরান খান। এবার ফাইনালে ভারতকে হারিয়ে তার বদলা নেবে পাকিস্তান, অভিমত এই কিংবদন্তির। ‘প্রথম ম্যাচে আমরা যেভাবে হেরেছিলাম, সেই অসম্মানের বদলা নেওয়ার এটাই সেরা সুযোগ। ওই হারটা খুবই অপমানজনক ছিল।’

‘টস জিতলে ভারতকে আগে ব্যাট করানো যবে না। ভারতের ব্যাটিং শক্তিশালী। ওরা যদি আগে ব্যাট করার সুযোগ পেয়ে বিশাল রান তুলে ফেলে, সেটা চাপে ফেলবে পাকিস্তানকে। বোলাররাও চাপে পড়বে। আর রান রেট বজায় রাখার চাপও থাকবে মাথায়।’ মন্তব্য ইমরানের।

পাক বোলিংয়ের প্রশংসা করে ইমরান বলেন। ‘আমাদের স্পিনাররা মাঝের ওভারগুলোতে ভালো করেছে। হাসান আলী তো দুর্দান্ত বোলিং করছে। সরফরাজের মত একজন ঝকঝকে অধিনায়ককে দেখে আমি অভিভূত।’

এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ১২৪ রানের বিশাল ব্যবধানে হেরে যায় আমির-শোয়েবরা। এমন হারে ব্যথিত হন ইমরান খান।

ম্যাচের পর এক টুইট বার্তায় ইমরান লিখেছিলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আমার ভালো করেই জানা আছে জানি হার-জিত খেলারই অংশ। কিন্তু ভারতের বিপক্ষে নূন্যতম লড়াই ছাড়া পাকিস্তানের অসহায়ের মতো আত্মসমর্পণ খুবই বেদনাদায়ক।’

যত দিন পর্যন্ত পাকিস্তান ক্রিকেটকে পুরোপুরি ঢেলে সাজানো না হবে, তত দিন ভারতের বিপক্ষে হারের জ্বালা বাড়তেই থাকবে। আমরাও আজকের মতো এমন হার দেখতে থাকব।’ অপর এক টুইটে এমন মন্তব্য করেন ইমরান।

উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকাল ৩.৩০টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে গাজী টিভি, বিটিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস-ওয়ান।

(ঢাকাটাইমস/১৬জুন/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমও’র স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বিএনপির বহিষ্কার ৫ জন
দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্রে শুল্ক নিয়ে তিন দিনের আলোচনা শেষ, আশাবাদী বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা