জঙ্গিদের চিকিৎসা দিতে নতুন হাসপাতাল বানাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৭:১২ | প্রকাশিত : ২০ জুলাই ২০১৭, ১৭:১০

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আলা আসাদ সরকার বিরোধী ও বিদেশি মদদপুষ্ট জঙ্গি গোষ্ঠীর প্রতি ইসরায়েলের সব ধরনের সাহায্য সহযোগিতা দিনকে দিন জোরদার এবং বেশি প্রকাশ্য হয়ে উঠছে।

এ বিষয়ে ইসরায়েলের সশস্ত্র বাহিনী বলেছে, তারা ইসরায়েল বিরোধী সিরিয়ায় আসাদ সরকারের সেনাদের সঙ্গে যুদ্ধে আহত বিদ্রোহী গেরিলাদের চিকিৎসা সহায়তা দেয়ার জন্য আরব এই দেশটির সীমান্তের ভেতরেই অস্থায়ী হাসপাতাল তৈরি করবে।

ইসরায়েলের কর্নেল টমার কোলার গতকাল বুধবার এক টেলিফোন কনফারেন্সে সাংবাদিকদের এই খবর দিয়েছেন।

তিনি বলেছেন, গোলান উপত্যকায় সিরিয়া-ইসরায়েলের সীমান্ত রেখার ইসরায়েলি অংশে এই হাসপাতাল বসাবে ইসরায়েল। ইসরায়েল সিরিয়ার গোলান অঞ্চলের বিশাল এক অংশ দখল করে রেখেছে ১৯৬৭ সাল থেকে এবং সেখানে যুদ্ধ বিরতির নিয়ন্ত্রণ রেখা প্রায়ই লঙ্ঘন করে আসছে।

ইসরায়েলি এই সেনা কর্মকর্তা আশা প্রকাশ করে বলেছেন, এই হাসপাতাল আগামী মাসেই চালু করা সম্ভব হবে।

ইসরায়েলের কর্নেল টমার কোলার দাবি করেছেন, তেল আবিব সিরীয় বিদ্রোহীদের মানবিক সহায়তা দেয়ার অংশ হিসেবে তাদেরকে শত শত টন খাদ্য, পোশাক, জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদক জেনারেটরসহ নানা ধরনের যন্ত্রপাতি দিয়েছে। অথচ ইসরায়েল ফিলিস্তিনের গাজার ওপর প্রায় বারো বছর ধরে সর্বাত্মক অবরোধ আরোপ করে রাখায় সেখানকার প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি খাদ্য, ওষুধ ও জ্বালানিসহ নানা সংকটের শিকার হয়ে অকাল মৃত্যু, অপুষ্টি ও বেকারত্বের মতো নানা ধরনের বিপর্যয় মোকাবেলা করছে।

ইসরায়েল সিরিয়ার গোলান সীমান্ত অঞ্চলে অনেক আগেই একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করেছিল বলে নানা সংবাদ সূত্র খবর দিয়েছিল। তবে ওই হাসপাতালটি ইসরায়েল গত বছর বন্ধ করে দেয়।

ইসরায়েল এ পর্যন্ত সিরিয়া যুদ্ধে আহত কয়েক হাজার সন্ত্রাসীকে চিকিৎসা সেবা দিয়েছে বলে কোনো কোনো সূত্র খবর দিয়েছে। গত ৯ এপ্রিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, তেলআবিব মানবিক সহায়তা হিসেবে সিরিয়ার বিদ্রোহীদের চিকিৎসা সহায়তা দেয়া অব্যাহত রাখবে।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২০জুলাই/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ‘বিপজ্জনক পদক্ষেপ’: হামাস

চার বছর ধরে বিয়ের সানাই বাজে না ভারতের যে গ্রামে, কারণটাও জানুন

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

মন্ত্রীর পিএসের কাজের লোকের বাড়িতে মিলল ২০ কোটি রুপি

পাঁচ বছর পর ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট

ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার অফিসে অভিযান, সরঞ্জাম জব্দ

হামাসের রকেট হামলায় ৩ সেনা নিহত, কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইসরায়েলে আলজাজিরা বন্ধে নেতানিয়াহু মন্ত্রিসভার সম্মতি

মাদক খাইয়ে অস্ট্রেলিয়ার নারী এমপিকে যৌন হেনস্তা

ইরানের বৈদেশিক বাণিজ্য ৪৮ শতাংশ বেড়েছে

এই বিভাগের সব খবর

শিরোনাম :