অবরোধের পর শিল্পে শক্তিশালী হচ্ছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২১:২২ | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৭, ২১:১৫

সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো সর্বাত্মক অবরোধ আরোপের পর কাতারের শিল্প কারখানাগুলো আগের চেয়ে বেশি তৎপর হয়ে উঠেছে। দেশটির ব্যবসায়ী ও শিল্পপতিরা বলছেন, অবরোধ আরোপ তাদের জন্য নতুন সুযোগ বয়ে এনেছে। কর্মতৎপরতা জোরদারের ক্ষেত্রে পিছিয়ে নেই নির্মাণ শিল্পও।

আল-জাজিরা টেলিভিশন চ্যানেল জানাচ্ছে, কাতারের উল্লেখযোগ্য নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান ডন কন্সট্রাকশন প্রডাক্টস গত কয়েক সপ্তাহ তাদের কাজের পরিমাণ দ্বিগুণ করেছে।

আশগাল পাবলিক ওয়াকর্স অথরিটির সহ-সভাপতি আবদুল্লাহ হামাদ আল-আতিয়া জানিয়েছেন, ২০২২ সালে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নেয়া নানা প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। কাতারের ওপর অবরোধ আরোপের পর ১৭০ কোটি ডলারের চুক্তি সই হয়েছে বলে তিনি জানান।

এদিকে, কাতার সংকট সমাধানের জন্য প্রচেষ্টা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এজন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন দুজন কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে সাবেক জেনারেল ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত অ্যান্থনি জিনি রয়েছেন।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/৬আগস্ট/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :