কেমন দল সাজালো সিলেট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩২

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে নতুন দল সিলেট সিক্সার্স। এই দলের আইকন খেলোয়াড় সাব্বির রহমান। তাছাড়া দেশি তারকাদের মধ্যে আরও রয়েছেন নাসির হোসেন, তাইজুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন রিচার্ড লেভি, বাবর আজম , আন্দ্রে ফ্লেচারদের মতো তারকা খেলোয়াড়রা। গতকাল অনুষ্ঠিত হয়েছে এবারের বিপিএলের প্লেয়ার ড্রাফট। এর মাধ্যমেই মোটামুটি শেষ হয়েছে দল গোছানোর প্রক্রিয়া। তবে, পরেও যেকোনও ফ্র্যাঞ্চাইজি চাইলে বিপিএলের নিয়ম মেনে খেলোয়াড় দলে নিতে পারবে।

আগামী ২ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর। গত আসরে দুইটি ভেন্যুতে বিপিএলের খেলা অনুষ্ঠিত হলেও এবার অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে। নতুন ভেন্যু হিসাবে যুক্ত হয়েছে সিলেট। তাহলে এবারের আসরে সিলেট সিক্সার্স কেমন দল সাজালো তা এক নজরে দেখে নেয়া যাক।

বিপিএলের পঞ্চম আসরে সিলেট সিক্সার্স স্কোয়াড:

দেশি খেলোয়াড়: সাব্বির রহমান (আইকন), নাসির হোসেন, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, কামরুল ইসলাম রাব্বী, আবুল হাসান রাজু, নাবিল সামাদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন, মোহাম্মদ শরীফুল্লাহ।

বিদেশি খেলোয়াড়: রিচার্ড লেভি (সাউথ আফ্রিকা), বাবর আজম (পকিস্তান), রস হোয়াইটলি (ইংল্যান্ড), আন্দ্রে ম্যাকার্থি (ওয়েস্ট ইন্ডিজ), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), ওয়ানিদু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), ডেভি জ্যাকবস (সাউথ আফ্রিকা), আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), উসমান খান (পাকিস্তান), ক্রিসমার সানতোকি (ওয়েস্ট ইন্ডিজ), লিয়াম প্লানকেট (ইংল্যান্ড), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), গোলাম মোদাচ্ছের খান (পাকিস্তান)।

(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :