ত্রিপুরায় সাংবাদিককে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১২:২৩ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫১

খবর সংগ্রহ করতে গিয়ে হত্যার শিকার হলেন ভারতের ত্রিপুরার এক সাংবাদিক। তাকে পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়। অভিযোগের তীর আদিবাসী সংগঠন আইপিএফটি সমর্থকদের বিরুদ্ধে। গতকাল বুধবার পশ্চিম ত্রিপুরার মান্দায়য়ে ওই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত সাংবাদিকের নাম শান্তনু ভৌমিক(২৮)। বাড়ি জিরানিয়ায়। গতকাল বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন ‘ত্রিপুরা স্টেট রাইফেলস’-এর কয়েকজন জওয়ানও।

মঙ্গলবার গণমুক্তি পরিষদের একটি সমাবেশ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল ত্রিপুরার বিভিন্ন প্রান্তে। গতকাল বুধবার সকাল থেকে মান্দায়য়ে জমায়েত করে আইপিএফটি সমর্থকরা। পুলিশকে ঢুকতে বাধা দেয়া হয়। এলাকা ছেড়ে চলে যেতে বলা হয় সাংবাদিকদের।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সেই ‘নির্দেশ’ না মেনে মোবাইল ক্যামেরায় ছবি তুলছিলেন শান্তনু। বুধবার দুপুর ১টার দিকে তাকে ঘিরে ফেলে কয়েকজন আইপিএফটি সমর্থক। অভিযোগ, লাঠি দিয়ে মারধর করা হয়। রাস্তায় ফেলে ধারালো অস্ত্রে কোপানো হয় তাকে। রক্তাক্ত সাংবাদিককে এরপর মান্দায় স্টেডিয়ামের পিছনে ফেলে রাখা হয়। বিকালের দিকে পুলিশ শান্তনুকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানায়, খোয়াই জেলার বিভিন্ন প্রান্তে গতকাল সংঘর্ষের ঘটনা ঘটেছে। টহল দিচ্ছে নিরাপত্তাবাহিনী।

আদিবাসীদের উসকানি দিয়ে, তাদের ভুল বুঝিয়ে ত্রিপুরায় অশান্তি তৈরি করছে বিজেপি— মঙ্গলবার এক সমাবেশে এমন অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

আগরতলায় সিপিএমের আদিবাসী সংগঠন গণমুক্তি পরিষদের সভায় মানিক সরকার রাজ্যের আদিবাসীদের সতর্ক করে বলেন, ‘বিজেপির আদিবাসী প্রীতি আসামে বোঝা গিয়েছে। সেখানে আদিবাসীদের জমি রামদেব বাবার হাতে তুলে দেয়া হয়েছে।’

মঙ্গলবার থেকে গণমুক্তি পরিষদের সমর্থকদের সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় আইপিএফটি সমর্থকদের সংঘর্ষ হয়। খোয়াই জেলার বিভিন্ন জায়গায় দু’দলের সমর্থকদের সরাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়| পশ্চিম জেলার এসপি অভিজিৎ সপ্তর্ষি, অতিরিক্ত পুলিশ সুপার এবং জিরানিয়া থানার ওসি আহত হন। অভিযোগ, বেলবারি, মান্দায় ও খুমুলং এলাকার সিপিএম পার্টি অফিস ভেঙে দেয় আইপিএফটি সমর্থকরা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

অস্ট্রেলিয়াজুড়েও বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ, সংযত ভূমিকায় পুলিশ

নাইজারে মার্কিন ঘাঁটিতে রুশ সেনাদের অবস্থান

যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ২২০০ জন গ্রেপ্তার

পাকিস্তানের প্রথম চন্দ্রাভিযান শুরু, স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

ব্রাজিলে ভারী বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ 

গাজা পুনর্গঠনে সময় লাগবে কয়েক দশক, খরচ ৪০ বিলিয়ন ডলার: জাতিসংঘ

পাকিস্তানের কারাকোরাম হাইওয়েতে বাস উল্টে নিহত ২০, আহত ২১

মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, যা বললেন বাইডেন

শ্লীলতাহানির অভিযোগ: গ্রেপ্তার ঠেকাতে রাজভবনে পুলিশ প্রবেশে নিষেধাজ্ঞা দিলেন রাজ্যপাল

গাজায় ‘মানবিক ট্র্যাজেডি’: ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো তুরস্ক

এই বিভাগের সব খবর

শিরোনাম :