রাজশাহীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

রাজশাহী ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৭:৪১ | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৭, ১৭:১৮

রাজশাহী মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নগরীর লক্ষ্মীপুর মোড়ে অবস্থিত রয়্যাল হাসপাতালে বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনার পর রোগীর স্বজনরা হাসপাতালটির কয়েকটি চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মৃত ব্যক্তির নাম আব্দুল জলিল (৫৫)। তিনি নাটোর সদর উপজেলার পীরগঞ্জ সাধুপাড়া গ্রামের বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভাঙা হাত নিয়ে মঙ্গলবার দুপুরে তাকে ওই হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল। রাতে তার অস্ত্রপচার করা হয়েছিল।

তার স্বজনরা জানান, অস্ত্রপচারের পর ভালই ছিলেন জলিল। বুধবার দুপুরে একজন সেবিকা তার শরীরে একটি ইনজেকশন প্রয়োগ করেন। এরপরই তার মৃত্যু হয়। তাদের অভিযোগ, ভুল ইনজেকশন প্রয়োগের কারণে জলিলের মৃত্যু হয়।

তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত রোগীর মৃত্যু হতেই পারে। ভুল ইনজেকশন প্রয়োগে করা হয়নি। তাকে সঠিক ইনজেকশনই প্রয়োগ করা হয়েছিল।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ভাঙচুরের খবর পেয়ে তিনি নিজে ফোর্স নিয়ে হাসপাতালটিতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে নিহত রোগীর স্বজনরা থানায় মামলা করতে চাননি। তাই তাদের লাশ বুঝিয়ে দেয়া হয়েছে। মামলা হলে অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান ওসি।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/আরআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :