বিএনপি না এলেও নির্বাচন হবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িযা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ২৩:০৯ | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৭, ২৩:০৭

বিএনপি বর্জন করলেও এবারও জাতীয় নির্বাচন আটকে থাকবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি না এলেও নির্বাচন হবে। বিএনপির জন্য সংবিধান পরিবর্তন করা হবে না।’ শুক্রবার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মেহারী ইউনিয়নের পুরকুইল গাউছিয়া হাবীবিয়া দরবার শরীফ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, কীভাবে নির্বাচন হবে সেটা সংবিধানেই বলা আছে। বিএনপি সেই বিষয়টি না মেনে গত নির্বাচন বর্জন করে। কিন্তু তাদের সিদ্ধান্তের জন্য তো আর দেশ বসে থাকবে না। গতবারের মতোই এবারও যথাসময়ে নির্বাচন হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। এই দুই মামলায় সরকার তড়িঘড়ি করে খালেদা জিয়াকে সাজা দিতে চায়-বিএনপি নেতাদের এমন অভিযোগ খণ্ডন করেন তিনি। বলেন, ‘২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট থেকে ১৬৭ বার সময় নেয়ার পর খালেদা জিয়ার মামলার কাজ শুরু হয়েছে। এখানে সরকার তড়িঘড়ি করলো কীভাবে? সরকার বিচার ব্যবস্থায় কোনো হস্তক্ষেপই করেনি, আর করবেও না।’

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ন্যায় বিচার বানানই জানেন না। তিনি ন্যায় বিচার এবং নাই বিচারের পার্থক্যও বুঝেন না।’

‘ক্ষমতায় থেকে তিনি (খালেদা জিয়া) জাতির জনক বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি। বঙ্গবন্ধু হত্যার বিচার করবেন তো দূরের কথা, উনি উনার স্বামী জিয়াউর রহমান হত্যার বিচারও করেননি।’

খালেদা জিয়ার আমলে ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ সারাদেশের ৬৩ জেলায় বোমা হামলা হয়েছিল। এসব ঘটনার কোনোটিরই বিচার তিনি করেননি বলেও মন্তব্য করেন আনিসুল হক। বলেন, বর্তমান সরকারই এসব বিচার এগিয়ে নিচ্ছে। মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন কসবা পৌরসভার মেয়র এমরানুর রহমান জুয়েল, উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান ভূইয়া ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম এ জি হাক্কানি প্রমুখ।

ঢাকাটাইমস/২৪নভেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :