এমপি মোতাহারকে আবার ভোট দিন: হাতিবান্ধায় স্বরাষ্ট্রমন্ত্রী

সাহেদ লাল-রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট
| আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৮:২৭ | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৭, ১৭:৩৫

গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে উল্লেøখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আগামী নির্বাচনের জন্য তার পক্ষে ভোট চাইলেন।

বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে স্থানীয় ডাকবাংলো মাঠে এক জনসভায় বক্তব্য দেন তিনি।

জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী দিনে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের পক্ষে থাকতে হবে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে।’

ধর্মের ভিত্তিতে নয়, ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘তাই আজ বিশ্বে সৎ শাসক ও মানবতার নেত্রী হিসেবে শেখ হাসিনাই স্থান পেয়েছেন।’ জনসভায় উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি বলেন, ‘এ অঞ্চলের লোকজন শেখ হাসিনাকে প্রচ- ভালোবাসেন এই জনসভা তার প্রমাণ। আগামী নির্বাচনে এ আসনে শেখ হাসিনার প্রতিনিধি মোতাহার হোসেনকে আবার ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।’

জনসভায় আরও বক্তব্য দেন হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, কেন্দ্রীয় মহিলা লীগের নেত্রী সৈয়দা রাজিয়া মোস্তফা, হাতীবান্ধা উপজেলা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খাঁন, পাটগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান শফিক কামাল টারজান, হাতীবান্ধা উপজেলা কৃষক লীগের সভাপতি আলা উদ্দিন মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম সম্পদ।

এর আগে হাতীবান্ধা থানা ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট ফসুরা বেগম রুমী, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আ.লীগ সরকারের পতনে বিরোধী দলগুলো একাত্ম: মঈন খান

দেশের জনগণ আজ ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে: রিজভী

উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি-আ.লীগে অস্বস্তি, মাঠপর্যায়ে কেন উপেক্ষিত দলীয় সিদ্ধান্ত

প্রয়াত নেতা পিন্টুর কবর জিয়ারতে বিএনপি নেতারা

ট্রেনভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে কমলাপুরে সিপিবির বিক্ষোভ

জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন: ফারুক

দেশের জনগণ আওয়ামী লীগকে মীরজাফর হিসেবে চিনবে: রিজভী

শাসকগোষ্ঠীর রক্তচক্ষুর কাছে গণমাধ্যম বারবার আত্মসমর্পন করেছে: বাংলাদেশ ন্যাপ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার

কে এই মামুনুল হক? যেভাবে পান ব্যাপক পরিচিতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :