নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ মে ২০২৪, ১৪:২২ | প্রকাশিত : ০৪ মে ২০২৪, ১৪:১৬

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস পুলিশ নিহতদের মৃতদেহগুলো উদ্ধার করে। এর আগে ভোরের কোনো একসময় দুর্ঘটনা ঘটলেও সঠিক সময়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ স্থানীয়রা।

নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভুঁইয়া (৬৫), সেনা সদস্য ফজলুল করিম (৫০) লক্ষ্মীপুরের আমানিয়া গ্রামের মো. আলাউদ্দিন (৪৫)

পুলিশ জানায়, সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ বেগমগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে বা শনিবার ভোরের কোনো একসময় ট্রাক সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক সিএনজিচালিত অটোরিকশাটি লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের চন্দ্রগঞ্জ বাজারের উত্তর পাশে খালে পড়ে যায়। সকালে স্থানীয়রা প্রথমে দেখতে পেয়ে খালে নেমে সিএনজির ভিতর দুটি মৃতদেহ দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। পরে বেগমগঞ্জ থানা চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যান। বেগমগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন এবং পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তিনজনের মৃতদেহ উদ্ধার করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করেছে। ট্রাক সিএনজিচালিত অটোরিকশাটিকে খাল থেকে উদ্ধারে আমরা কাজ করছি। ধারণা করা হচ্ছে ভোরে লক্ষ্মীপুরগামী ট্রাক চৌমুহনী চৌরাস্তাগামী সিএনজির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

(ঢাকাটাইমস/৪মে/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :