কুমিল্লায় জমি নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ২০নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত আবু মিয়া একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম ইব্রাহিম খলিল।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা আবু মিয়াকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পর থেকে ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা পলাতক রয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ভাই আরেক ভাইকে ছুরিকাঘাত করে খুন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সায়মন বাদী হয়ে মামলা করেছেন।
(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন