সখীপুরে স্ত্রীর মামলায় পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর দায়ের করা মামলায় সখীপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিজারুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে তাকে পৌর শহরের ৬নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিজার ওই ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্ত্রী সানজিদা আক্তারকে (২২) যৌতুকের জন্য মারধর করতো সিজারুল ইসলাম। এ নিয়ে উভয় পরিবারের দ্বন্দ্বও চলছিল।
সোমবার (২০ মে) বিকালে সানজিদা আক্তার তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডে আসলে সিজারুল তাকে যৌতুকের জন্য ব্যাপক মারধর করে। পরে ওইদিন রাতে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে স্বামী সিজারুলসহ চারজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন সানজিদা আক্তার।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, স্ত্রীর দায়ের করা মামলায় সিজারুলকে গ্রেপ্তার করে বুধবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন