সখীপুরে স্ত্রীর মামলায় পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৪, ২২:১৮
অ- অ+

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর দায়ের করা মামলায় সখীপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিজারুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে তাকে পৌর শহরের ৬নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিজার ওই ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্ত্রী সানজিদা আক্তারকে (২২) যৌতুকের জন্য মারধর করতো সিজারুল ইসলাম। এ নিয়ে উভয় পরিবারের দ্বন্দ্বও চলছিল।

সোমবার (২০ মে) বিকালে সানজিদা আক্তার তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডে আসলে সিজারুল তাকে যৌতুকের জন্য ব্যাপক মারধর করে। পরে ওইদিন রাতে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে স্বামী সিজারুলসহ চারজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন সানজিদা আক্তার।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, স্ত্রীর দায়ের করা মামলায় সিজারুলকে গ্রেপ্তার করে বুধবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাফিক আইন ভেঙে পুলিশের সঙ্গে বিতণ্ডা, যুবদল কর্মী গ্রেপ্তার
ওয়ারীতে বিপুল দেশি-বিদেশি জাল নোটসহ গ্রেপ্তার দুই, সরঞ্জাম উদ্ধার
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছেলে রাহাত ও উপসচিব দিদারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জামালপুরে ইউপি সদস্যসহ দুজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা