ভোট দিতে গিয়ে সন্তানের লাশ নিয়ে ফিরলেন মা

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০২৪, ১৯:১৯
নিহত মুন্নি, ছবি: সংগৃহীত।

শেরপুরের নকলায় মায়ের সঙ্গে ভোটকেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে অটোরিক্সা থেকে পড়ে মুন্নি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার উপজেলার বাউসা কবুতরমারী ভোটকেন্দ্র থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হয় ওই শিশু। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়।

নিহত মুন্নি নকলা উপজেলার কবুতরমারী পূর্বপাড়ার মিষ্টারের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, মিষ্টারের স্ত্রী তার তার মেয়ে মুন্নিকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী বাউসা কবুতরমারী কেন্দ্রে ভোট দিতে যান। ভোট দিয়ে অটোরিকশায় চড়ে বাড়ি ফেরার সময় কবুতরমারী মিলন বাজার পুরাতন মসজিদের কাছাকাছি আসলে অটো থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় মুন্নি।

পরে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :