প্রধানমন্ত্রী বলেছেন ‘ধৈর্য ধরো বিচার হবে’: আজীমের মেয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৪, ১৯:০৯| আপডেট : ২২ মে ২০২৪, ২০:০৪
অ- অ+

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে ভারতের পশ্চিমবঙ্গে হত্যার ঘটনায় ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন তার ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বুধবার বিকাল সোয়া ৩টার দিকে তার ভেরিফায়েড ফেসবুকে এ পোস্ট দেন ডরিন। পোস্টে তিনি লেখেন, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ধৈর্য ধরো বিচার হবে।’

এর আগে দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে কাঁদতে কাঁদতে সাংবাদিকদের ডরিন বলেন, ‘এই হত্যা কারা করেছে, কেন করেছে, আমি এটার শেষ পর্যন্ত তদন্ত চাই, খুনিদের ফাঁসি চাই, আমি এতিম হয়ে গেছি। আমার পড়াশোনা শেষ হয়নি। বাবার মতো কেউ হয় না। যতই আত্মীয়স্বজন থাকুক। আমি স্বচক্ষে হত্যাকারীদের ফাঁসি দেখতে চাই।’

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় খুন হন বলে বুধবার সকালে জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম।

(ঢাকাটাইমস/২২মে/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেঘনা ব্যাংকের ১৮৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মামুন বরখাস্ত, ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ
সিভাসুর দুই দিনব্যাপী ফিশ ফেস্টিভ্যাল শুরু কাল
গাজীপুরে গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা