ঝালকাঠিতে আ.লীগের পাঁচ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৪, ১৩:৫৭| আপডেট : ০৪ মে ২০২৪, ১৪:০৪
অ- অ+

সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় ঝালকাঠিতে আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার সদর উপজেলার ৫নং কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর মুখার্জী ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল বাবুলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন- কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুল বারেক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজিব হাওলাদার। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হোসেন আলী হাওলাদার ও সাধারণ সম্পাদক সুজিত ঘরামি এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মনির হোসেন খান।

এছাড়া আলাদা আলাদা চিঠিতে প্রত্যেকের উদ্দেশে বলা হয়, ‘আপনি গত কয়েক মাস ধরে সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছেন। যা কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগকে প্রশ্নের সম্মুখীন করেছে। তাই আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের পদ থেকে অস্থায়ী ভিত্তিতে বহিষ্কার করা হলো। পরবর্তীতে সঠিকভাবে সাংগঠনিক কর্মকাণ্ডে মনোনিবেশ না করলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

(ঢাকাটাইমস/৪মে/জেএ/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা 
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: মোদি-শেহবাজকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন যুগান্তরের ইমন রহমান
হবিগঞ্জে সমন্বয়কারীদের ওপর  হামলার অভিযোগে দুজন গ্রেফতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা