তিতাসের সাবেক জিএমের বিরুদ্ধে অভিযোগপত্র

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৪

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের মামলায় তিতাস গ্যাস ট্রান্সমিশনের সাবেক জেনারেল ম্যানেজার (জিএম) মনজুরুল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার ঢাকা সিএমএম আদালতে এ অভিযোগপত্র দেন।

মামলার অভিযোগে বলা হয়, মনজুরুল হক ১৯৮০ সালের ১৭ জুন তিতাস গ্যাস ট্রান্সমিশনে সহকারী প্রকৌশলী পদে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে পদোন্নতি পেয়ে ২০১৫ সালের ১৮ আগস্ট জেনারেল ম্যানেজারে পদ থেকে অবসরে যান।

২০১৬ সালের ১৯ মে মনজুরুল হকের প্রতি সম্পদ বিবরণী দাখিলের নোটেশ জারি করা হয়। ১৮ অক্টোবর দুদকে তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৪০ লাখ ২২৮ টাকার সম্পদ গোপন এবং ৮০ লাখ টাকা আয়কর নথিতে প্রদর্শন করলেও ওই সম্পদের উৎসের বর্ণণা করতে পারেননি। এরপর দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার ২০১৭ সালের ৪ জানুয়ারি রমনা মডেল থানায় একটি মামলা করেন।

মামলাটি তদন্ত করে মনজুরুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদের মধ্যে ৮০ লাখ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ এবং ৬০ লাখ ৭৫ হাজার ৩০০ টাকার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পায় দুদক। ওই অভিযোগেই আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/আরজে/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

টিপু-প্রীতি হত্যাকাণ্ড: আওয়ামী লীগ নেতা আশরাফসহ ৩৩ জনের বিচার শুরু

বিডিনিউজ সম্পাদক খালিদীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল দুদকের

পরীমনির আবেদনে পেছাল মাদক মামলার সাক্ষ্যগ্রহণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :