রাজশাহীতে ট্রেন রক্ষাকারী দুই শিশুকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০১৭, ১৮:১৬

গলার মাফলার উড়িয়ে রাজশাহীতে দুর্ঘটনার হাত থেকে তেলবাহী ট্রেন রক্ষাকারী দুই শিশু শিহাবুর রহমান শিহাব ও লিটন আলীকে সংবর্ধনা দিয়েছে পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেল কর্তৃপক্ষ।

আজ বুধবার দুপুরে বিভাগীয় কার্যালয় চত্বরে তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই শিশু ও তাদের স্বজনদের রাজশাহী থেকে পাবনার পাকশীতে নিয়ে আসেন রেল কর্মকর্তারা। প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সাহসী দুই শিশুকে। পরে আলোচনা অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করে শিশু শিহাব ও লিটন।

এ সময় বক্তব্য দেন পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, আড়ানী স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন, পাকশী রেলওয়ে শ্রমীকলীগ নেতা ইকবাল হায়দার, আওয়ামী লীগ নেতা হবিবুল ইসলাম হব্বুল, শিহাবের মা রিতা খাতুন, লিটনের নানী শুকুরজান বেগম। পরে দুই শিশু শিহাব ও লিটনের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন রেলওয়ে কর্মকর্তারা।

আগামীকাল বৃহস্পতিবার রাজশাহীতে রেলওয়ে কার্যালয়ে দুই শিশুকে সংবর্ধনা দেয়া হবে।

দুর্ঘটনার হাত থেকে ট্রেন রক্ষা করায় রেলওয়ে বিভাগ থেকে পুরস্কার পেয়ে উৎফুল্ল দুই শিশু। বড় হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করতে পুলিশ এবং রেলকর্মকর্তা হতে চায় শিহাব ও লিটন। আর দুই শিশুর সাহসী পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন রেল কর্মকর্তারা। তাদের দেখে সবাই উৎসাহিত হবে রেলওয়ের সম্পদ রক্ষায়।

লিটন জানায়, তারা এই অনুষ্ঠানে এসে পুরষ্কৃত হয়েছে। তারা খুব খুশি।

শিহাবুর রহমান বলে, ঘটনার সময় তারা খেলছিলো। এ সময় দেখতে পায় রেল লাইন ফাটা। তখন দুই বন্ধু মিলে তখন চিন্তা করেন যে ট্রেন আসলে টেন পড়ে যাবে। তখন তারা ট্রেন থামানোর জন্য তার নিজের কাছে থাকা লাল রঙের মাফলার দিয়ে ট্রেন লাইনের ওপর দিয়ে দাঁড়িয়ে নাড়তে থাকে। পরে ট্রেন থামিয়ে চালক এগিয়ে এলে তাদের জিজ্ঞাসা করলে তারা ট্রেন লাইন ফাটা বলে জানায়।

এ ব্যাপারে পাকশী পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, এই দুই শিশুর দৃষ্টাান্ত দেখে অনেকেই উৎসাহিত হয় এই জন্যই আজকের এই সংবর্ধনা এবং পুরস্কৃত করেছে পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেল কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :