পটকা মাছের জীবন

মনোনেশ দাস, ময়মনসিংহ
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৭, ০৮:০৫
অ- অ+

এক সময় ময়মনসিংহ অঞ্চলের গভীর অগভীর পানিতে হরহামেশা দেখা মিলতো পটকা মাছ । এই মাছ পানির ভেতর থেকে ডাঙায় অর্থাৎ মাটিতে তুলে আনা হলে , পেটের ভেতর বাতাস ঢুকিয়ে ফুটবল বানিয়ে ফেলে ।

নিজের আকৃতি পরিবর্তনে সক্ষম এই মাছটির বিশেষ বৈশিষ্ট্য । মাছটি দেখতে খুবই সুন্দর । তবে, বিষাক্ত এই মাছ খেয়ে মারা গেছেন , এমন লোকের সংখ্যাও কম নয় ।

ময়মনসিংহেই নয় বাংলাদশের সকল স্থানেই দেখা মিলতো এই মাছের । বিশ্বের বিভিন্ন স্থানেও এর প্রাপ্তি কম নয় । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীন, জাপান, ফিলিপিন্স, মেক্সিকোর আশেপাশের সমুদ্রেও দেখা মেলে এই অদ্ভুত মাছটির ।

মাছ গবেষক সূত্রে জানা গেছে, পটকা মাছেন দেহ অনেকটই গোলাকার, মাথা ও দেহখন্ড চওড়া হলেও শেষ ভাগ অর্থাৎ লেজ চিকন ।

মুখে ধাঁড়ালো চারটি দাঁত আছে । পটকা মাছ খেলে মানুষের মৃত্যুর আশঙ্কা আছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটকা মাছ নিজেদের পেটের মধ্যে পানি ঢুকিয়ে দেয় । এতে বলের মত ফুলতে থাকে । আতœরক্ষা কিংবা ভয়ার্ত হলে নিজের তৈরি বলের ভেতর নিজেকে লুকিয়ে ফেলে ।পটকার এসব কা- দেখে শত্রুপক্ষ পালিয়ে যায়।

খাল-বিল , নদী-নালা, পুকুর- ডোবা ভরাট , কীটনাশক প্রয়োগ , পটকা মাছ খেলে মৃত্যুর ভয়সহ নানাবিধ কারণে চাষাবাদের অভাবে হারিয়ে যেতে বসেছে , ময়মনসিংহ তথা বাংলাদেশের ঐহিত্যবাহী পটকা মাছ।

ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এমডি/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল, স্থায়ী শান্তিতে উদ্যোগী ট্রাম্প
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা