ময়মনসিংহে বাল্যবিয়ে বন্ধ করায় পুলিশে শ্রেষ্ঠ জয়িতা শিল্পী

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
  প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ২২:১৮
অ- অ+

ময়মনসিংহে পুলিশের জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী ব্যক্তিগত উদ্যোগে তিনটি বাল্যবিয়ে বন্ধসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রশংসনীয় অবদানের জন্য ময়মনসিংহ বিভাগ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাকে পুরস্কৃত করা হয়।

ডিআইজির সম্মেলন কক্ষে চলতি বছরের জুন মাসের মাসিক ও ৪র্থ ত্রৈমাসিক (এপ্রিল-জুন) অপরাধ সভায় সভাপতিত্ব করেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

এতে রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার হিসেবে জয়িতা শিল্পী ছাড়াও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক বিপ্লব কুমার বিশ্বাস, অফিসার ইনচার্জ ঝিনাইগাতী থানা শেরপুর, শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান উদ্ধারকারী অফিসার এসআই আক্রাম হোসেন, ডিবি ময়মনসিংহ, শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার এসআই মো. শাহ আলম নালিতাবাড়ী থানা শেরপুর, শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার এএসআই হামিদুর রহমান মুক্তাগাছা থানা ময়মনসিংহ, শ্রেষ্ঠ দফাদার মো. আব্দুল আওয়াল নালিতাবাড়ী থানা শেরপুরদেরকে পুরস্কৃত করা হয়।

সভায় অতিরিক্ত ডিআইজি রেঞ্জ অফিস ময়মনসিংহ ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁঞা, পুলিশ সুপার ময়মনসিংহ সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, পুলিশ সুপার জামালপুর মো. দেলোয়ার হোসেন পিপিএম (বার), পুলিশ সুপার রেঞ্জ অফিস সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ সুপার শেরপুর কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার নেত্রকোণা এসএম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ময়মনসিংহ এসএ নেওয়াজী পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেঞ্জ অফিস রওনক জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (অপস্) একেএম মনিরুল ইসলামসহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায়।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এমডি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা