ডেইলি বাংলাদেশ-ক্লাউড বিস্ট্রো কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ১৮:১৪
অ- অ+

ডেইলি বাংলাদেশ-ক্লাউড বিস্ট্রো বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথে অবস্থিত ক্লাউড বিস্ট্রো রেস্তরাঁয় এ অনুষ্ঠান হয়।

এতে কুইজ জয়ীদের ক্রেস্ট তুলে দেন ডেইলি বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক শাহিদুর রহমান শাহিদ ও ক্লাউড বিস্ট্রোর সত্ত্বাধিকারী মফিজুর রহমান মজুমদার বাবু। একজন সঙ্গী নিয়ে বিজয়ীরা অংশ নেন ‘বিস্ট্রো ডিনার নাইটে।

প্রতিটি ভাল কাজের সঙ্গী ডেইলি বাংলাদেশ। অসহায় মানুষের পাশেও আমরা। আর আগামীদিনের স্বপ্নের মানুষগুলো আরো স্বপ্নময়ী করতেই ডেইলি বাংলাদেশের অনেক আয়োজন। তাই “স্বপ্ন যত দূর”স্লোগানকে ধারণ করে দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘ডেইলি বাংলাদেশ’এই প্রথম বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।

‘ক্লাউড বিস্ট্রো’রেস্টুরেন্টের সহযোগিতায় আয়োজিত- “ডেইলি বাংলাদেশ-ক্লাউড বিস্ট্রো বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা চলে বিশ্বকাপ ফুটবল চলাকালীন পুরো মাস জুড়ে। পরে কুইজে অংশ নেয়া কয়েক হাজার প্রতিযোগীর মধ্য থেকে সঠিক উত্তরদাতাদের খুঁজে বের করা হয়। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩০জন কুইজ বিজয়ীর ভাগ্য নির্ধারিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেইলি বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক শাহিদুর রহমান শাহিদ। এতে বিশেষ অতিথি ছিলেন ক্লাউড বিস্ট্রো রেস্তরাঁর পরিচালক মফিজুর রহমান মজুমদার বাবু, ডেইলি বাংলাদেশের চিফ রিপোর্টার শফিকুল বারী, সিনিয়র সাব-এডিটর সাখাওয়াত লিটন ও ডেইলি বাংলাদেশের আইটি কর্মকর্তা রিয়াজ পারভেজ। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন ডেইলি বাংলাদেশ ও ক্লাউড বিস্ট্রো রেস্তরাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা।

পরে কুইজ বিজয়ী ৩০ সৌভাগ্যবানকে নিয়ে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। এতে তিন বিজয়ীকে দেয়া হয় আকর্ষণীয় মোবাইল উপহার।

(ঢাকাটাইমস/৩০জুলাই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
জুলাই উইমেন্স ডে উপলক্ষে জনতা ব্যাংকের আলোচনা সভা
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা