তাহিরপুরে ইয়াবা মাদক কারবারি আটক
সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ০৫ আগস্ট ২০১৮, ২০:০৯| আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ২০:১০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদক কারবারি সেলিমকে ৬৩টি ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
আটক সেলিম উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের ছমেদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে গোপন সংবাদে রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্দি ধর জানান, আটক মাদক সম্রাট সেলিমের বিরুদ্ধে মামলা করে সোমবার সকালে আদালতে পাঠানো হবে।
(ঢাকাটাইমস/৫আগস্ট/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন