নদী রক্ষায় মাঠে নামবে নদী কমিশন

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৮, ১৪:০১
অ- অ+

সারা দেশে নদ-নদী রক্ষায় অচিরেই নদী কমিশন মাঠে নামবে উল্লেখ করে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়্যারম্যান ড. মুজিবুর রহমান হাওলদার বলেছেন, যারা ক্ষমতার দাপটে নদ-নদী অবৈধভাবে দখলে রেখেছেন তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনী ব্যবস্থা নেয়া হবে।

সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলার নদ-নদী রক্ষায় করণীয় নির্ধারণ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

ড. মুজিবুর রহমান বলেন, কোন ক্ষমতার দাপটের কাছে নদী কমিশন মাথা নত করবে না। মাথাভাঙাসহ চুয়াডাঙ্গা জেলার পাঁচটি নদী রক্ষা ও নদীর চলমান শ্রোতধারা অব্যাহত রাখতে কার্যকর প্রদক্ষেপ নিতে সরকারের কাছে সুপারিশ করবে নদী কমিশন।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে আরও সর্তক হওয়ার নির্দেশনা দেন কমিশনের চেয়ারম্যান।

মতবিনিময় সভায় নদী কমিশনের সার্বক্ষণিক সদস্য আলাউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার ফরহাদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় আলোচকরা চুয়াডাঙ্গা জেলার নদ-নদী রক্ষায় বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বলেন নদী রক্ষায় সকল রক্ষচক্ষু উপেক্ষা করে এখনিই কার্যকর প্রদক্ষেপ নিতে হবে।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/প্রতিনিধি/ওআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
শাহজালালে লাগেজ ট্রলির আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানের বোয়িং ৭৩৭
ঢাকার দোহারে বিএনপি নেতা হারুন মাস্টারকে গুলি করে হত্যা
রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা