‘ইরানের কাছে ক্ষমা চাইতে হবে যুক্তরাষ্ট্রকে’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৮, ০৯:১৫
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি

ইরানের সঙ্গে স্বাক্ষরিত হওয়া পরমাণু সমঝোতা চুক্তি থেকে কোনো কারণ ছাড়া বের হয়ে যাওয়া এবং নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি।

বৃহস্পতিবার তিনি এ কথা জানান। এছাড়া পুনরায় পরমাণু সমঝোতা চুক্তিতে ফিরে আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। খবর পার্সটুডের।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের জনগণ মার্কিন শাসকগোষ্ঠীকে বিশ্বাস করে না এবং তারা ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনা মেনে নেবে না।

তিনি বলেন, বিশ্বের বেশিরভাগ দেশ যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা মেনে না নেয়ায় এসব দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো স্বচ্ছ হওয়ার পরিবেশ তৈরি হয়েছে।

মার্কিন সরকার সব সময় ইরানকে দুর্বল করে রাখার চেষ্টা করেছে উল্লেখ করে ফাজলি বলেন, ইসলামি বিপ্লবের ৪০ বছর পর এখন আর ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেয়া সম্ভব নয়।

ঢাকাটাইমস/১০আগস্ট/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :