চুয়াডাঙ্গায় ডাকাত সর্দারের পলায়ন, তিন পুলিশ বরখাস্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৬ | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৩

অস্ত্রসহ গ্রেপ্তারের পর চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা কার্যালয় থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জাহিদুল পালিয়ে গেছে। রবিবার ভোরে হ্যান্ডকাপ পরা অবস্থায় তিনি পালিয়ে যান। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার রাতে জেলার জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জাহিদুলকে একটি কাটা রাইফেলসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর জেলা গোয়েন্দা কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে একটি কক্ষে আটক রাখা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা গোয়েন্দা কার্যালয়ের একটি কক্ষে আটক থাকা অবস্থায় হ্যান্ডকাপ পরা জাহিদুল ভোরে কৌশলে পালিয়ে যায়।

রবিবার দুপুরে ঘটনাটি জানাজানি হলে তোলপাড়ের সৃষ্টি হয় চুয়াডাঙ্গায়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে মহিদুল, মাসুদ ও মাহমুদুল হাসান নামে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। একই সাথে আটক ডাকাত সর্দার জাহিদুলকে গ্রেপ্তারে পুলিশের বেশ কয়েকটি টিম অভিযান চালাচ্ছে।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :