নৌকা ভাসতে ভাসতে বিজয়ের বন্দরে পৌঁছবে: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২২

সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা ভাসতে ভাসতে আগামী ডিসেম্বরে বিজয়ের বন্দরে পৌঁছে যাবে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। এ জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

কাদের বলেন, কাদের বলেন, ‘গণমানুষের সরকার শেখ হাসিনার সরকার। যার উন্নয়নে দেশের মানুষ খুশি। আজকে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনিস্টিটিউট তাদের সমীক্ষায় বলেছে শেখ হাসিনার জনপ্রিয়তার এখন ৬৬ শতাংশ, আওয়ামী লীগের জনপ্রিয়তা ৬৪ শতাংশ।’

‘আজকে বাংলাদেশের উন্নতি ঈর্শ্বণীয় ব্যাপার। আমাদের প্রবৃদ্ধি এখন কত জানেন? আমাদের জিডিপি এখন ৭.৮৬ শতাংশ। মাথাপিছু আয় এক হাজার ৭৫১ ডলার। আমাদের দারিদ্র্যের হার এখন নেমে এসেছে ২১.৮ শতাংশে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বলেই এতো উন্নয়ন, এতো অর্জন।’

‘মেহনতি মানুষদের জন্য শেখ হাসিনার চেয়ে আপনজন আর কেউ নেই। আজকে দেখুন গার্মেন্টস শ্রমিকরা পাঁচ হাজার তিনশ টাকা থেকে আট হাজার টাকা নিম্নতম মজুরি পাচ্ছে।’

‘এ সরকারকে আপনারা কি আবারও ক্ষমতায় দেখতে চান’- এমন প্রশ্ন উপস্থিত কর্মচারীদের উদ্দেশ্যে ছুড়ে দেন কাদের। জবাবে সবাই সমস্বরে স্লোগান দেন, ‘শেখ হাসিনার সরকার বার বার দরকার।’

নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তাদের দোসররা সহিংসতার ছক আঁকছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, ‘তাদের সহিংসতাকে নাশকতাকে জনগণকে সাথে নিয়ে, কৃষক সমাজকে সঙ্গে নিয়ে, তরুন সমাজকে, নারী সমাজকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব।’

বিএনপির জনগণের সাড়া না পেয়ে কোটা আন্দোলনে ভর করেছে অভিযোগ করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘সেটাও সমাধান হয়ে গেছে। অচিরেই কার্যকর হবে।’

‘নিরপদ সড়কের দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলনে, সড়কের শৃঙ্খলা ফিরে আনার যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে আজ ৩৫ বছর পর অর্ডিনেন্স সড়ক পরিবহন আইন জাতীয় সংসদে পাস হবে। আজকে এই আইনটি পাস করার জন্য আমি উত্থাপন করব। এটাও আপনাদের দাবিনামার একটি।’

দেশকে অস্থিতিশীল করতে মতলবী মহল চক্রান্ত করছে বলে অভিযোগ করে কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে হঠানোর পাঁয়তারা চলছে। দেশে বিদেশে নানামুখী অশুভ তৎপড়তা চলছে। জনগণের কাছে আন্দোলনে সাড়া না পেয়ে এই মহলটি বিদেশিদের কাছে গিয়ে কান্নাকাটি করছে। এই মহলটি আজ বিভিন্নভাবে শেখ হাসিনার সরকারকে হঠানোর জন্য নানামুখী তৎপরতা শুরু করেছে।’

ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/জিএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :