সৈয়দ শামসুল হকের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৮
অ- অ+

দেশবরেণ্য সব্যসাচী লেখক কুড়িগ্রামের সন্তান সৈয়দ শামসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কবির সমাধিতে জেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও ফুলেল শ্রদ্ধা জানায়।

পরে কবির সমাধীস্থল থেকে একটি শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি মিলনায়তনে কবির আত্মজীবনী নিয়ে আলোচনা সভা ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতিরি সভাপতি অ্যাডভোকেট এস এম আব্রামহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

সভায় বক্তারা সৈয়দ হকের নামে স্মৃতি কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু করাসহ তার নামে কুড়িগ্রামে একটি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংশোধনীকে শক্তিশালী করতে চায় বিএনপি: সালাহউদ্দিন  
বিমানবন্দরে চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস
মাহদির নতুন মিউজিক ভিডিও ‘জানরে তুই আয়না’
শাহ্জালাল ইসলামী ব্যাংকের আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা