জনতাকে রাজপথে ডাকলেন সাদাদলের শিক্ষকরা

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৮, ১৭:১৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র ‘পুনরুদ্ধারের জন্য’ সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা।

বিএনপিপন্থী সাদা দলের শিক্ষক নেতারা মনে করে, সংলাপে দাবি আদায় হবে না। আর দাবি আদায়ে রাজপথে নামার বিকল্প নেই।

রবিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক অবস্থান কর্মসূচিতে অংশ নেন শিক্ষকরা। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে।

সাদা দলের সাবেক আহ্বায়ক আখতার হোসেন খান বলেন, ‘এদেশে দুর্যোগ বার বার এসেছে। দেশের মানুষ বীরত্বের সঙ্গে তা মোকাবেলা করেছে। লিখে রাখুন বর্তমান স্বৈরাচারী সরকারেরও পতন হবে।’

‘একজন খালেদা জিয়া কিছুই নয়,কিন্তু এ মানুষটির উপর নির্ভর করছে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। যদি এ দেশকে স্বাধীন হিসেবে দেখতে চান, তবে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যা যা করার দরকার তার জন্য প্রস্তুতি নিন।’

অধ্যাপক মামুন আহমেদ বলেন,‘জেলের মধ্যে খালেদা জিয়াকে নির্যাতন-নিপীড়নের কারণে তার জীবন ও রাজনীতি এখন শঙ্কার মুখে। আমরা মনে করি খালেদা জিয়া ও তারেকের বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ মামলায় যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তাই তারাও ন্যায়বিচার পায়নি।’

সরকারের উদ্দেশে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘সময় থাকতে জনগণের দাবি মেনে নেন। প্রহসন বাদ দিয়ে সময় থাকতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা মেনে নিন।’

‘আর বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না। সালিশী মানব কিন্তু তালগাছ পুরোটাই আমাদের, তাহলে এ প্রহসন জাতি অবশ্যই প্রতিহত করবে।

অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ হাসান খান, ছিদ্দিকুর রহমান খান, মোজাদ্দেদ আলফেসানী, হাসানুজ্জামান, আবুল কালাম সরকার, আব্দুর রশীদ, মাহ্ফুজুল হক, মো. ইউসুফ প্রমুখ।

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/এনএইচএস/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের অগ্রগতি জানাতে আল্টিমেটাম

ইবি বিজনেস ক্লাবের যাত্রা শুরু; সভাপতি নাজিম, সম্পাদক রাফায়েল

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন পাবনার দুলাল

স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে সমাবেশ

বেরোবি ও বাংলাদেশ মেরিন একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে পাঠদান

বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সভা 

ইবি এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

‘কর্মনিষ্ঠ ও ত্যাগী পেশাজীবীকে প্রতিষ্ঠান সবসময় মনে রাখবে’

এই বিভাগের সব খবর

শিরোনাম :