‘হাতপাখায় ভোট দিলে দেশে সুদিন ফিরে আসবে’

ভোলা প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৮, ২২:১৪
অ- অ+

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয়পার্টি যে দলই ক্ষমতায় এসেছে- তারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুন, সন্ত্রাস ও দুর্নীতির রাজনীতি করে না, আমাদের রাজনীতি হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠা করে দেশে সুশাসন কায়েম করে দেশের উন্নতি সাধন করা। আপনারা নৌকা, ধানের শীষ ও লাঙ্গলে ভোট না দিয়ে ইসলামী আন্দোলনের ‘হাতপাখা’ মার্কায় ভোট দিন। দেখবেন দেশে সুদিন ফিরে আসবে।’

সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভোলার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ইয়াছিন নবীপুরীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপির লোকজনকে জেলে পাঠায়, আবার বিএপিকে ক্ষমতায় এলে আওয়ামী লীগের লোকজনকে জেলে পাঠায়। দুই দলের রেশারেশিতে দেশে খুন সন্ত্রাস বেড়ে দিনের পর দিন হাজার হাজার মায়ের কোল খালি হচ্ছে।’

বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদ-হীন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সিইসি অন্ধ, তাই তিনি সারাদেশে লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছেন না। অথচ দেশে বিরোধী দলীয় নেতাকর্মীরা মাঠে নামতে পারে না। নিজের এলাকায় জনগণের কাছে ভোট চাইতে পারে না। বিরোধী দলীয় প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, অফিসে আগুন দেয়া হচ্ছে , কর্মীদের মারধর করা হচ্ছে আর বর্তমান সিইসি লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছেন।’

সমাবেশে ইসলামী আন্দোলন ভোলা জেলা সহ-সভাপতি তাজউদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ভোলা-১ আসনের প্রার্র্থী ইয়াসিন নবীপুরী, ভোলা-২ আসনের প্রার্থী ওবায়দুর রহমান, ভোলা-৩ আসনের প্রার্থী মোসলেহ উদ্দিন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মহাপরিচালক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা