ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:৪২ | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:৩৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত রাখতে একটি মহল তৎপর হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁওয়ের হিন্দুরা। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ভয়ভীতি প্রদর্শন, মানসিক নির্যাতন ও ঘরবাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা ।

সম্মেলনে বক্তারা, আসন্ন ৩০ ডিসেম্বর নির্বাচনের পূর্বে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার বিচার দাবি করেন। প্রধান নির্বাচন কমিশনসহ প্রশাসনের কড়া নজরদারি কামনা করেন তারা।

মঙ্গলবার রাত ৯ টায় শহরের আশ্রমপাড়ায় এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অরুনাংশু দত্ত টিটো।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট ইন্দ্রনাথ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট রলরাম গুহ ঠাকুরতা, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া প্রমুখ।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, সিনিয়র সাংবাদিক শাহীন ফেরদৌস, ফজলে ইমাম বুলবুল, এসএম জসিমসহ জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

হিন্দু সম্প্রদায়ের অভিযোগ, গত ২০ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া গ্রামে মোটা শাহার বাড়িতে, ২৩ ডিসেম্বর রাতে গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামে শ্রী জুগল চন্দ্র অধিকারীর বাড়িতে এবং ২৪ ডিসেম্বর রাতে অখানগর ইউনিয়নে ঝাড়গাঁও গ্রামে যাত্রু বর্মনের বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এসব ঘটনার বিচার দাবি করেছেন তারা।

ঢাকা টাইমস/২৬ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :