এ বছর বেশি খোঁজা হয়েছে সানিকে

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৩:০০
অ- অ+

এক সময়ের তুমুল জনপ্রিয় কানাডিয়ান পর্ন তারকা সানি লিওন এখন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির রানী। পাকাপাকিভাবে তিনি আসন গেড়ে বসেছেন হিন্দি সিনেমার জগতে। ইতিমধ্যে সানি বেশকিছু ছবিতে অভিনয় করে ফেলেছেন। কনডমের উত্তেজক বিজ্ঞাপন কিংবা আইটেম গান- দুই জায়গায়ই তিনি অদ্বিতীয়া। সানি লিওন মানেই পুরুষের বুকে ঝড় তোলা যৌন আবেদন। যার কারণে ইন্টারনেটে ভক্তরা তাকে খোঁজেও বেশি।

সম্প্রতি তারই দৃষ্টান্ত দেখালেন সানি লিওন। চলতি বছরে গুগল ইন্ডিয়ার বার্ষিক ‘মোস্ট সার্চড পার্সোনালিটি’ তালিকার শীর্ষে স্থান পেয়েছেন তিনি। এ ক্ষেত্রে সানি পেছনে ফেলে দিয়েছেন চলতি বছরে সবচেয়ে বেশি আয় করা বলিউড তারকা সালমান খান এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তারা দুজনই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন।

২০১৮ সালের গুগল ট্রেন্ডের উপর লাইভমিন্ট.কম-এর এক সমীক্ষাতে এই তথ্য উঠে এসেছে। সানি লিওনের পাশাপাশি বলিউড নায়িকাদের মধ্যে ক্যাটরিনা ক্যাইফ ও দীপিকা পাডুকোনকে নিয়ে ভারতীয়দের বেশি আগ্রহ ধরা পড়েছে গুগল-এর রিপোর্টে। বিগত বছরগুলোর থেকে ২০১৮ সালে সিনেমা ও বিনোদন জগত নিয়ে সার্চ অনেক বেশি হয়েছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

২০১১ সালে সালমান খান সঞ্চালিত ‘বিস বস’ রিয়েলিটি শোয়ের প্রতিযোগী হয়ে ভারতে পা রেখেছিলেন সানি লিওন। পরের বছর ‘জিসম ২’ ছবির মাধ্যমে বলিউডের ছবিতে তার অভিষেক হয়। এছাড়া গত সাত বছরের ক্যারিয়ারে তিনি ‘জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস ২’, এক পেহলি লীলা’, ‘ওয়ান নাইট স্টান্ড’ ও ‘তেরা ইন্তেজার’ ছবিগুলোতে অভিনয় করেছেন। অন্য তারকাদের ছবির আইটেম গান ও বিভিন্ন বিজ্ঞাপনেও তাকে দেখা যায়।

ঢাকা টাইমস/২৭ ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যা: গ্রেপ্তার নূরার রিমান্ডে দেওয়া তথ্যে মিলল বিদেশি পিস্তল
খাদ্য পরিদর্শককে অপহরণ, সাড়ে ৫ ঘণ্টা পর হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত
ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবেন ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা