ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-খুলনা যোগাযোগ বন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৯, ১৮:৩৮
অ- অ+

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনের অদূরে সুন্দরবন এক্সপ্রেস-৭২৬ ডাউন ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে স্টেশনে প্রবেশের আগে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী যাত্রীবাহি রূপসা এক্সপ্রেস ট্রেনটি আলমডাঙ্গায় ও খুলনা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী যাত্রীবাহী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি যশোর স্টেশনে আটকা পড়ে। দুর্ঘটনায় পড়া ট্রেনটি উদ্ধারের পর ওই পথে রেলযোগাযোগ স্বাভাবিক হতে শনিবার সকাল পর্যন্ত সময় লেগে যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কোটচাঁদপুর রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, বিকাল সাড়ে চারটার দিকে ট্রেনটি কোটচাঁদপুর স্টেশনে প্রবেশের আগে তালশার রেলগেট অতিক্রম করার পর ইঞ্জিন ও পাওয়ার কার লাইনচ্যুত হয়। ট্রেনের ইঞ্জিনটি পুরোপুরি লাইন ছেড়ে মাটিতে নেমে পড়ে। সংবাদ পেয়ে উদ্ধারকারী ট্রেন খুলনা থেকে রওনা দিয়েছে বলে জানান তিনি।

স্টেশন মাস্টার আরো জানান, উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে সাতটা বেজে যবে। তারপর উদ্ধারকাজ শুরু করলেও শনিবার সকালের আগে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়া সম্ভব হবে না বলে ধারণা করছেন তিনি।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা