সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দিলেন সেনবাগের বকুল
নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৯, ২২:০০| আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২২:০৩

একাদশ জাতীয় সংসদে নোয়াখালী সংরক্ষিত মহিলা আসনে এমপি পদ প্রত্যাশী রেজিয়া বেগম বকুল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শুক্রবার বিকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। রেজিয়া বেগম বকুল নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের মহিলা সাধারণ সম্পাদিকা।
রেজিয়া বেগম বকুল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী ও বঞ্চিতদের নেত্রী। তাই সবদিক বিবেচনা করে তাকে সংরক্ষিত মহিলা আসনে সুযোগ দিলে তিনি জনসেবায় অবদান রাখার সুযোগ পাবেন।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এলএ)

মন্তব্য করুন