কাগজ ঠিক থাকলেই চালকের হাতে পুলিশের ফুল!

প্রতিবেদক, টঙ্গী, গাজীপুর
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৯, ২০:০৬

গাড়ির ফিটনেস সনদ ঠিক আছে। চালকের লাইসেন্স নবায়ন করা। যানের অন্য কাগজও ঠিকঠাক আছে। সড়কে এমন চালকদের পুলিশ উপহার দিচ্ছে গোলাপ ও রজনীগন্ধা ফুল। মুচকি হাসি দিয়ে তাদের বাহবা দিতেও ছাড়ছে না পুলিশ সদস্যরা। ফুল উপহার পেয়ে খুশি চালকরা। যাদের কাগজ ঠিক নেই, তারা ঠিক করতে উৎসাহিত হচ্ছে। এ চিত্র গাজীপুরের। উদ্যোগটি নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক-দক্ষিণ) সিনিয়র পুলিশ কমিশনার থোয়াই অং প্রু মারমার।

বুধবার সকাল ১১টা থেকে শুরু হয় এ কার্যক্রম। আর যেসব পরিবহনের কাগজপত্র ঠিক নেই, তারা পড়ছে মামলার মুখে। অবশ্য এরপরই তাদের হাসিমুখে তাগাদা দেওয়া হচ্ছে কাগজপত্র ঠিক করার।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছে, শুভেচ্ছা উপহারের কারণে মোটরসাইকেল চালকরা হেলমেট পরতে আগ্রহী হবে। এতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমবে। আর লাইসেন্স নবায়নেও আগ্রহী হবে চালকরা।

মোটরসাইকেল চালক নাজিম গাজী বলেন, ‘ট্রাফিক পুলিশ আমার গাড়ির কাগজপত্র ও লাইসেন্স তল্লাশি করে সবকিছু সঠিক পেয়েছে। এজন্য আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। তাদের এমন আচরণে আমি অভিভূত।’

ট্রাফিক পুলিশের (টঙ্গী দক্ষিণ) জোনের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সিরাজুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘যাদের গাড়ির কাগজপত্র সঠিক প্রমানিত হচ্ছে তাদেরকে গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’ যাদের কাগজ ঠিক নেই, তাদের বিরুদ্ধে মামলাও দেয়া হচ্ছে বলে তিনি জানান।

উপহার দেওয়ার কার্যক্রম যার হাত ধরে ট্রাফিক পুলিশের সেই কর্মকর্তা (দক্ষিণ) জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার থোয়াই অং প্রু মারমা ঢাকা টাইমসকে বলেন, ‘সকালে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সার্জেন্টরা অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের যানবাহনের লাইসেন্স চেক করেন। যে সকল গাড়ীর বৈধ কোন লাইসেন্স, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো কাগজ ঠিক নেই, সেসব গাড়িকে মামলা দেওয়া হয়ে থাকে। কিন্তু উৎসাহ দেওয়ার কার্যক্রম আগে ছিল না। তাই নিয়ম মানার বিনিময়ে আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :