ভারতের প্রজাতন্ত্র দিবসে বিজিবির জন্য বিএসএফের মিষ্টি

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০১৯, ২০:০৭

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জন্য মিষ্টি পাঠিয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তে উভয় পক্ষের মধ্যে এ শুভেচ্ছা বিনিময় হয়।

বিজিবি সূত্র জানায়, ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকালে বিএসএফের আহবানে পঞ্চগড় ১৮ বিজিবির বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার আব্দুল মতিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা বাংলাবান্ধা সীমান্তে যান। এ সময় বাংলাবান্ধা সীমান্তের ওপারে ভারতের ফুলবাড়ি বিএসএফের ডেপুটি কমান্ডার বিএল মিনার নেতৃত্বে বিএসএফ সদস্যরা তাদের স্বাগত জানান। দুই বাহিনী সদস্যদের মধ্যে কুশল বিনিময় করা হয়। পরে তারা বিজিবি কর্মকর্তাদের জন্য মিষ্টি পাঠান।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউস সুন্নাহ বলেন, উভয় দেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন বিশেষ দিবসে বিজিবি এবং বিএসএফের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার সকালে বিএসএফের পক্ষ থেকে অফিসারদের জন্য মিষ্টি পাঠিয়েছে বিএসএফ।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :