পঞ্চগড়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০১৯, ১৭:১২
অ- অ+

পঞ্চগড়ে স্ত্রীকে হত্যার দায়ে শামীম হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদ- দেয়া হয়েছে।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এই রায় দেন।

সাজাপ্রাপ্ত শামীম হোসেনের বাড়ি সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের দক্ষিণ গোয়ালপাড়ায়।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১২ জানুয়ারি শামীম তার স্ত্রী ও দুই সন্তানের মা জাহানারা বেগমকে মারপিটের এক পর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ^াসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় জাহানারার ভাই আকবর আলী ঘটনার রাতেই পঞ্চগড় থানায় গৃহবধূর স্বামী শামীম হোসেন, শ^শুর আমির হোসেন এবং শাশুড়ি আলিমন বেগমকে আসামি করে মামলা দায়ের করেন।

উপপরিদর্শক ভবেষ চন্দ্র পাল মামলার তদন্ত শেষে একই বছরের ২৩ এপ্রিল আসামি শামীম হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে নিহত জাহানারা বেগমের শ^শুর আমির হোসেন এবং শ^াশুড়ি আলিমন বেগমকে অব্যাহতি দেওয়া হয়। মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে এই রায় প্রদান করেন আদালত।

বাদী পক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর আলম এবং বিবাদী পক্ষে আদম সুফি মামলাটি পরিচালনা করেন।

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা