তিশার ‘৪২ নম্বর প্রেমিক’ জোভান

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৮| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৬
অ- অ+

ভালোবাসা দিবসের আরো এক নাটক নিয়ে হাজির হচ্ছেন হালের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ও মডেল তানজিন তিশা। নাম ‘দ্য ব্রেক-আপ লিস্ট’। এবার তার সঙ্গে আছেন এই সময়ের আরেক জনপ্রিয় মুখ জোভান আহমেদ। নাটকটি পরিচালনা করেছেন রূপক বিন রউফ।

এর কাহিনিতে দেখা যাবে, ৪১ জন প্রেমিকের সঙ্গে ব্রেক-আপ হয় অভিনেত্রী তানজিন তিশার। কিন্তু এক পর্যায়ে ব্রেক-আপের তালিকা নিয়ে বসেন তিনি। ৪২ নম্বর প্রেমিকের সঙ্গে চুক্তিও করেন, আর কখনো ব্রেক-আপ করবেন না। তিশার সেই ৪২ নম্বর প্রেমিকটি হচ্ছেন জোভান আহমেদ।

নাটকটি সম্পর্কে তিশা বলেন, ‘দুই-তিনদিন আগে নাটকটির শুটিং শেষ হয়েছে। দারুণ একটি গল্প। কাজ করে ভীষণ মজা পেয়েছি। আশা করি, নাটকটি দেখে দর্শকরাও খুব মজা পাবেন। বিশেষ করে, যারা প্রেমিকযুগল আছেন তাদেরকে ভেবে সাজানো হয়েছে এর গল্প।’

কমেডি ঘরানার ‘দ্য ব্রেক-আপ লিস্ট’ আসছে ভালোবাসা দিবসে প্রচার করা হবে। এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে ‘অ্যানাদার লাভ স্টোরি’ নামে আরেকটি নাটকে অভিনয় করেছেন তিশা। এর গল্পটা স্যাডি। এখানে তিশার বিপরীতে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। নাটকটি প্রচারিত হবে ভালোবাসা দিবসের দ্বিতীয় সপ্তাহে।

ঢাকা টাইমস/০১ ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা