আমি এখনো ইউনিভার্স বস: গেইল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৫

ক্রিস গেইল এবার পঞ্চমবারের মতো আইসিসি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। এই বিশ্বকাপ খেলেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন তিনি। বিশ্বকাপের পর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার ইচ্ছা আছে এই বিস্ফোরক ব্যাটসম্যানের।

সীমিত ওভারের ক্রিকেটে বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে গেইল একজন দানবীয় ব্যাটসম্যান। যদিও ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের সম্প্রতি সময়ে বলার মতো তেমন কোনো পারফরম্যান্স নেই। কিন্তু গেইল দাবি করছেন, তিনি এখানো ইউনিভার্স বস।

ক্রিস গেইল বলেছেন, ‘আপনি একজন বড় মানুষের দিকে তাকিয়ে থাকেন। আমি বিশ্বের সেরা খেলোয়াড়। অবশ্যই আমি এখনো ইউনিভার্স বস। এটা কখনো পরিবর্তন হবে না। আমি এটা কবরে নিয়ে যাব।’

তিনি আরো বলেন, ‘বিশ্বকাপের পর আমি অবসর নিব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। অবশ্যই বিশ্বকাপেই শেষ হবে আমার ৫০ ওভারের ক্রিকেটের ক্যারিয়ার। তরুণ তারকাদের নিয়ে আমি মজা করব। পার্টিতে হয়তো আমি পেছনে বসব এবং তাদের মজা করতে দেখব।’

আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে গেইল দলে আছেন। ইংল্যান্ড সিরিজ নিয়ে গেইল বলেন, ‘আমি এখন ভালো অবস্থায় আছি। শরীর ভালো এবং তা নিয়ে আমি খুশি। আমার শরীরের ওজন কমেছে। আমি জানি না বোলিংয়ে ইংল্যান্ডের কে ওপেনিং করছে। কিন্তু যেকোনো বোলার ক্রিস গেইলকে নিয়ে সতর্ক থাকবে। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ফেরাটা গুরুত্বপূর্ণ। আশা করি, আগামী কয়েক মাস দলের সঙ্গে সময়টা উপভোগ করব।’

তিনি বলেন, ‘এই সিরিজই ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ইউনিভার্স বসের শেষ সিরিজ হতে যাচ্ছে। বিশ্বকাপ জিততে পারলে শেষটা দারুণ হবে। দলের তরুণ খেলোয়াড়রা আমার জন্য ট্র্রফি জেতার চেষ্টা করবে। আমিও আমার সেরাটা দেয়ার চেষ্টা করব।’

(ঢাকাটাইমস/১৮ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এই বিভাগের সব খবর

শিরোনাম :