টি-টোয়েন্টি লিগের গ্রুপ পর্বের ম্যাচও মিরপুরে

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩২
অ- অ+

অবশেষে কথা অনুযায়ী শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি লিগ। কিন্তু ঘোষণা অনুযায়ী লিগের শুধু নকআউট পর্বের ম্যাচগুলোই মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু আনুষ্ঠানিক সূচির পর দেখা গেল শুধু নকআউট পর্বের ম্যাচই নয় গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচও হবে মিরপুরে।

আগামী সোমবার থেকে মাঠে গড়াবে প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগ। যার গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর এবং ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। মূলত তাড়াতাড়ি শেষ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ টি-টোয়েন্টি শেষেই মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম আসর। তাই প্রতিদিন চারটি করে ম্যাচ দিয়ে তিন দিনে শেষ করা হবে গ্রুপ পর্ব।

ফতুল্লাতে দুটি ম্যাচ দিনেই শুরু হবে। দিনের প্রথম ম্যাচ হবে সকাল নয়টায় এবং দ্বিতীয় ম্যাচ দুপুর দেড়টায়। আর শের-ই বাংলায় প্রথম ম্যাচ হবে দুপুর সাড়ে ১২টায় দ্বিতীয়টি বিকেল সাড়ে ৫ টায়। ১ মার্চ মিরপুরে হবে নকআউট পর্বের ম্যাচ দুটি। একই ভেন্যুতে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ মার্চ সন্ধ্যা ৬ টায়।

কোন দল কোন গ্রুপে:

গ্রুপ ‘এ’: আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন

গ্রুপ ‘বি’: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, উত্তরা স্পোর্টিং ক্লাব

গ্রুপ ‘সি’: লিজেন্ডস অব রূপগঞ্জ, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব

গ্রুপ ‘ডি’: প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, বিকেএসপি

(ঢাকাটাইমস/২২ ফেব্রুয়ারি/এইচএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লবীতে চাঁদার দাবিতে হামলা ও গুলি: র‌্যাবের অভিযানে আরও ৫ আসামি গ্রেপ্তার
বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যা: গ্রেপ্তার নূরার রিমান্ডে দেওয়া তথ্যে মিলল বিদেশি পিস্তল
খাদ্য পরিদর্শককে অপহরণ, সাড়ে ৫ ঘণ্টা পর হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা