আলফাডাঙ্গায় চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থীর সভা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৪| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৪
অ- অ+

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আকরাম হোসেনের পক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার গোপালপুর বাজারে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা হয়। আলফাডাঙ্গার ২নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ এ নির্বাচনী সভার আয়োজন করে। সভায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তার মনোনীত চেয়ারম্যান প্রার্থী এস এম আকরাম হোসেনকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।’

সকল ভেদাভেদ ভুলে আকরাম হোসেনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করার আহবান জানান বক্তারা।

সভায় গোপালপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান ইকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিন্টুর পরিচালনায় বক্তব্য দেন- উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নূরুল বাশার মিয়া, ফরিদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, সাবেক এসপি মালেক খশরু, গোপালপুর ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার, সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, গোপালপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান মোনায়েম হোসেন, ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা