‘ভালো শুরুর পরও এমন ব্যর্থতা দুর্ভাগ্যজনক’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৬ | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৮

দুর্দান্ত শুরুর পরেও হ্যামিল্টন টেস্টের প্রথম দিন শেষে ব্যাকফুটেই থেকে গেল বাংলাদেশ। তামিম ইকবালের সেঞ্চুরিময় দিনটি হতে পারত বাংলাদেশের। ১২৮ বলে ১২৬ রান করেন বাঁহাতি ওপেনার। এরপরও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে বিনা উইকেটে ৮৬ রান তুলে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড।

অথচ ওপেনার শাদমান ইসলামকে নিয়ে কী দারুণ শুরুটাই না করেছিলেন তামিম ইকবাল। শুরুর দিকে উইকেট হারানোর দশা কাটিয়ে প্রথম জুটিতেই দুজন তুলেছিলেন ৫৭ রান। ২৪ রান করে শাদমান ফিরলে একে একে ব্যর্থতার পরিচয় দেন সৌম্য, মিথুন, মুমিনুলরা। কিউই কন্ডিশনে ভালো শুরুর পরও এমন ব্যর্থতাকে নিজেদের দুর্ভাগ্য হিসেবেই দেখছেন তামিম ইকবাল।

প্রথম দিন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তামিম। নিজেদের ব্যর্থতার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে এই ধরনের কন্ডিশনে এই রকম একটা শুরু পাওয়া আমাদের জন্য স্বপ্নের মতো। সাধারণত প্রথমদিন, সবুজ উইকেট, যদি দুই-তিনটা উইকেট পড়ে যায়, যেটা আমাদের সঙ্গে সবসময় হয় সেটা হলে খুব কঠিন হবে। কিন্তু সবকিছুর পরেও এত সুন্দর শুরু পেয়ে সেটা সঠিক ব্যবহার করতে না পারাটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এটা শুধু আমার জন্যই দুর্ভাগ্য নয়। ড্রেসিং রুমে যারা আছে সবার জন্যও দুঃখজনক। কারণ আমরা সবাই ভেবেছিলাম একটা সময় কামব্যাক করব।’

প্রথম ইনিংসে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সেটার সঠিক ব্যবহার করতে পারল না বাংলাদেশ। প্রথমদিনের পুরোটা সময় ব্যাটিং করা গুরুত্বপূর্ণ ছিল উল্লেখ করে তামিম জানান, কাল আর পরসু উইকেটটা ভালো থাকবে। এরপর হয়তো কঠিন হয়ে পড়বে। ডাবল পেজগুলো হয়তো কাল থেকে চলে যাবে। সেক্ষেত্রে আমাদের জন্য আজকের পুরোটা দিন ব্যাটিং করা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয় উইকেটটাও অনেক ভালো ছিল। তবুও আমরা ভালো করতে পারিনি। ’

(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :