ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ‘বখাটে’ হেয়ার কাট বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৮:৫৮ | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৯, ১৮:০৭

উঠতি কিশোর আর তরুণদের ‘বখাটে’ হেয়ার কাট না দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দৃষ্টিকটু ও বখাটে মার্কা চুল ছাঁট না দিতে প্রায় তিনশ নরসুন্দর ও সেলুন মালিকদের নিয়ে বৈঠক করেছেন তিনি। বৈঠকে ‘বখাটে’ স্টাইল হেয়ার কাটিং নিষিদ্ধ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আর আজ বুধবার সেটি জানাজানি হয়।

তেঁতুলঝোড়া ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠান দৃষ্টিকটু চুলের ছাঁট বন্ধে দাবি জানিয়ে আসছিল। দাবি পূরণ হওয়ায় ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।এলাকাবাসী। বিষয়টি ইউনিয়ন পরিষদ থেকে নিয়মিত দেখভাল করা হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিভিন্ন সেলিব্রেটিদের অনুসরণে উঠতি তরুণরা দৃষ্টিকটু হেয়ার কাটিং করে আসছে। স্টাইল হিসেবে অনুসরণ করতে গিয়ে বখাটে ও ইভটিজাররা তা বেশি অনুসরণ করছে। সমাজে এর নেতিবাচক প্রভাব পড়ায় অভিভাবক ও শিক্ষকদের মধ্যে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ঢাকাটাইমস/০৬মার্চ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :