‘যুবলীগে মাদক কারবারি-সন্ত্রাসীর স্থান নেই’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৯, ১৯:২৮

ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ বলেন, ‘মাদক কারবারি বা সন্ত্রাসীরা যুবলীগে স্থান পাবে না।’

শুক্রবার জেলার সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

ফোয়াদ বলেন,‘যুবলীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। দেশের ও দলের যে কোনো প্রয়োজনে যুবলীগ কর্মীরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে।’

সম্মেলনে সভাপতি ছিলেন- মাচ্চর ইউনিয়ন যুবলীগ সভাপতি নুরুজ্জামান।

প্রধান অতিথি আরো বলেন, ‘অতীতে ফরিদপুর জেলা যুবলীগ সব সময় আওয়ামী লীগের পাশে থেকে তাদের সহযোগী হিসেবে নিজেকে প্রমাণ দিয়েছে যে, আমরা পরিচ্ছন্ন সংগঠন। এই সংগঠনের বিরুদ্ধে গত দশ বছরে কেউ কোন অভিযোগ তুলতে পারেনি। আগামীতেও যাতে না পারে- সেদিকে লক্ষ্য রেখে যুবলীগের রাজনীতি করতে হবে।’

অনুষ্ঠানের প্রথম পর্বে আরো বক্তব্য রাখেন- জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক স্বপন পাল, কোতয়ালি যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাহ মো. এমার হক, উপজেলা ভাইস-চেয়ারম্যান সরোয়ার হোসেন সন্টু, যুবনেতা ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু, মেহেদী হাসান মিন্টু প্রমুখ।

দ্বিতীয় পর্বে সম্মেলনে কাউন্সিলরদের মতামতে আতিকুর রহমান টুটুলকে সভাপতি ও গরিবউল্লাহ হককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এছাড়াও আগামী তিন দিনের মধ্যে ৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির করার বিষয়ে জেলা যুবলীগের নেতারা ঘোষণা দেন।

(ঢাকাটাইমস/৮মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :