ডাকসু নির্বাচন

এক ঘণ্টা দেরিতে রোকেয়া হলের ভোট শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০১৯, ১০:২০| আপডেট : ১১ মার্চ ২০১৯, ১২:১৭
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে এক ঘণ্টা পরে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও মেয়েদের এই হলে ভোটগ্রহণ শুরু হয় সকাল নয়টা থেকে। বাইরে লম্বা লাইন থাকলেও ধীরগতিতে ভোট নেয়ায় বেলা দুইটার মধ্যে হলের সব ভোটাররা ভোট দিতে পারবেন কি না তা নিয়ে ছাত্রীরা শঙ্কা প্রকাশ করেছেন।

এর আগে সকাল আটটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শুরু হয়।

রোকেয়া হলের প্রশাসনিক কর্মকর্তা সালমা আক্তার বলেন, ‘কিছু জটিলতার কারণে নির্ধারিত সময়ে ভোট শুরু হয়নি।’ কী ধরনের জটিলতা সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।

জানা গেছে, রোকেয়া হলে ভোটকেন্দ্র করা হয়েছে টিভি রুমে। সেখানে গণমাধ্যমকর্মীদের যেতে দেওয়া হচ্ছে না। হল গেট থেকে বলা হচ্ছে এখন ভেতরে যাওয়া যাবে না। ভোট দেরিতে শুরু হওয়ায় ছাত্রীদের দীর্ঘলাইন দেখা গেছে।

ছাত্রদলের জিএস প্রার্থী আনিসুল হক অনিক বলেন, ‘কী কারণে ভোটগ্রহণ দেরিতে শুরু হয়েছে আমাদের কাছে স্পষ্ট নয়। প্রভোস্ট ম্যাডামকে বলার পর নয়টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।’ তিনি বলেন, ‘ভোট কেন দেরিতে শুরু হলো তার যৌক্তির কারণ দেখছি না। ব্যালট বাক্স আমাদের সামনে খুলে সিলগালা করা হলেও কোনো বাক্সেই নম্বর নেই। ফলে বিষয়টি নিয়ে আমরা শঙ্কায় রয়েছি।’

রোকেয়া হল সংসদের ছাত্রলীগের ভিপি প্রার্থী ইসরাত জাহান তন্বী বলেন, ‘আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আটটার আগে ব্যালট বাক্স খুলে দেখিয়েছে। পরবর্তীতে অন্যান্য দল ও প্যানেলের যারা ছিল তার বিরোধিতা করায় ভোটগ্রহণ শুরু করতে বিলম্ব হয়েছে।’

একাধিক ছাত্রী সাংবাদিকদের বলেন, ‘এক ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এখনো ভোট দিতে পারছি না। অনেক বিলম্ব হচ্ছে।’ আরেক ছাত্রী বলেন, এক ঘণ্টা পর ভোট শুরু হয়েছে। এখন এত লম্বা লাইন। সবাই ভোট দিতে পারবেন কি না সেটা বোঝা যাচ্ছে না।’

(ঢাকাটাইমস/১১মার্চ/বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা