নাজিরপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর

পিরোজপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৯, ২৩:১৮

পিরোজপুরের নাজিরপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকরিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন মোস্তাফিজুর রহমান রঞ্জু। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন বুধবার পিরোজপুর জেলা নির্বাচন অফিসে তিন ভাইস চেয়ারম্যান প্রার্থীর দু’জন চঞ্চল কান্তি বিশ্বাস, মো. রিয়াজুল ইসলাম হাওলাদার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে মোস্তাফিজুর রহমান রঞ্জু একক প্রার্থী হওয়ায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান জানান, দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজ তাদের মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন দিয়েছেন। ফলে মোস্তাফিজুর রহমান রঞ্জু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস জানান দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে মনোনয়ন প্রত্যাহার করেছি।

এদিকে ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়ে গেলেও চেয়ারম্যান পদে নির্বাচনী লড়াইয়ে রয়ে গেলেন আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ.লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার ও বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. দীপ্তিষ চন্দ্র হালদার।

এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে (বর্তমান ভাইস চেয়ারম্যান) সেলিনা বেগম, শাহারিয়ার ফেরদাউস রুনা, অঞ্জলি শিকদার, মোসা. স্বপ্না বেগম, আলো শিকদার, নয়ন রানী হালদার প্রার্থী হিসাবে প্রচারণা করছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্র নিশ্চিত করছেন। বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু নাজিরপুর উপজেলা ছাত্রলীগের তিন বারের নির্বাচিত সভাপতি। তিনি বর্তমানে উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক পদে রয়েছেন। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম শেখ আব্দুর রহমানের তৃতীয় পুত্র।

ঢাকাটাইমস/১৩মার্চ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :