আইপিএলের শুরু থেকেই খেলবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০১৯, ১৮:০৪
অ- অ+

আঙুলের ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব আল হাসান। তবে এখন বেশ ভালো অবস্থায় আছেন তিনি। এই মুহূর্তে ব্যাটিং-বোলিং করার মতো অবস্থায় রয়েছেন সাকিব। শনিবার থেকে শুরু হতে যাওয়া আইপিএলে খেলতে তাই কোনো সমস্যা হবে না তার। এমনটাই জানিয়েছেন বিসিবির অন্যতম পরিচালক আকরাম খান।

সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ রবিবার (২৪ মার্চ) তাদের প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ইডেন গার্ডেনের এই ম্যাচেই খেলতে পারবেন তিনি।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের বিশ্বাস, ফিটনেসে কোনও ঘাটতি নেই সাকিবের। তিনি বলেন, ‘অবশ্যই শুরু (আইপিএল) হওয়ার আগে তো যাবেই। ডাক্তারের পরামর্শ ছিল ২০ মার্চ পর্যন্ত খেলতে পারবে না। কয়েকদিন তো অনুশীলনও করেছে সে। আমার মনে হয় ওর ফিটনেসটা ঠিক আছে। গত ৭ দিন অনুশীলন করেছে; ব্যাটিং-বোলিংও করেছে। ডাক্তারের বেধে দেওয়া সময় শেষ হয়েছে আজ, কাজেই সে এখন পুরোই ফিট।’

আইপিএল শুরু হতে আর বাকি চার দিন। সাকিব কবে দেশ ছাড়ছেন এ ব্যাপারে কিছু বলতে পারলেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক। জানা গেছে, বৃহস্পতিবার কলকাতার উদ্দেশে রওনা হবেন বাঁহাতি অলরাউন্ডার। সাকিবকে আগেই আইপিএল খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়েছে জানান আকরাম, ‘ওটাতো এরইমধ্যে দেওয়া হয়েছে।’

বিশ্বকাপের আগে আইপিএল খেলতে গিয়ে সাকিব যেন চোটে না পড়ে সেই দুশ্চিন্তা রয়েছে। আকরাম খান জানান, এ ব্যাপারে সাকিবকে ঝুঁকি না নিতে পরামর্শ দিয়েছেন তারা। বোর্ডের এই কর্মকর্তা বলেন, ‘সাকিব আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সে আইপিএলে গিয়ে আবার যেন ইনজুরিতে না পড়ে সেটা নিয়ে আমাদের ভাবনা আছে। যাওয়ার আগে ওর সঙ্গে কথা বলবো, যেন ফিটনেস নিয়ে ঝুঁকি না নেয়। আর সাকিব নিজেও নিজের ব্যাপারে ভালো বুঝবে।’

(ঢাকাটাইমস/২০মার্চ/এইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা