মার্কেন্টাইল ব্যাংক ও ফরাজী হাসপাতালের চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০১৯, ২০:২৫
অ- অ+

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং ফরাজী হসপিটাল লিমিটেড ও ফরাজী ডেন্টাল হসপিটালের মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে ব্যাংকের এসইভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ ইকবাল রেজওয়ান এবং ফরাজী হসপিটাল ও ফরাজী ডেন্টাল হসপিটালের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার এবং ব্যাংকের সব গ্রাহক ও কার্ড হোল্ডাররা ফরাজী হসপিটাল ও ফরাজী ডেন্টাল হসপিটালে চিকিৎসা ও মেডিকেল টেস্টের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন ও আদিল রায়হান, এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ইকরাম ফরাজীসহ (আলমগীর) উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/২০মার্চ/আরএ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের দাফন-সৎকার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা